যেন কোনোদিন

যেন এই পৃথিবীতে কেউ কোনোদিন
প্রেম বলে কোনো ঋণ রাখেনি কোথাও,
যেন কেউ কোনোদিন কিশোর শিশির
বুকে নিয়ে পুব সাগরের নীল পাড়ে
দেখেনি প্রথম নারী যেন কোনোদিন।
নারী যে চোখের কোণ হদৃতটমূলে
ভাসায় দু-ধার, যেন কেউ কোনোদিন
তার মুখ রেখে দিয়ে আসেনি কখনো
গাঢ়তল ভুবনের গহন শিলায়!
যেন শুধু জলস্তম্ভে ছুটে যায় ফুল
ঘট ভেঙে ভেসে যায় সিঁদুরের নাম
আবর্ত বাজায় বুকে বুকে খর তালি –
যেন কেউ কোনোদিন এমন নীরব
পল্লবের মত নত প্রেমিক ছিল না!