আয় আয়রে আয় নতুন

আয় আয়রে আয়, নতুন দিনের গান
চেনা স্বরলিপি ভেঙেচুরে,
বন্ধ্যা রাত্রি শেষ, ভ্রান্তি নিরুদ্দেশ
রামধনু রঙমাখা সুরে সুরে।

আগামী অজানা দিন ডাকে
অচেনা পথের এক বাঁকে,
না লেখা ফুলের কবিতাকে
যেখানে ফাগুন রাখে ধরে।

বাতাসে লুকিয়ে থাকা ঝড়
ঝরিয়ে হলুদ পাতা,
পুরনো বিষণ্ণতা
শোনাবে সাহসী মর্মর।

অবুঝ খুশির উপহারে
ভুবন সাজিয়ে দিয়ে যা রে,
কথা সুরের ঝঙ্কারে
আলোর আশাতে মন ভরে।

কন্ঠ: শ্রীকান্ত আচার্য