তোমার কাছে

তোমার কাছে আমার অনেক ঋণ
উদভ্রান্ত নাগরিক দিন, রাত্রি নিদ্রাহীন।

তোমার কাছে আমার অনেক দাবী
শিবরঞ্জনি, বাহার, বেহাগ, মল্লার পূরবী।

নাইবা থাকুক কন্ঠে আমার সুর
পার হব পথ তোমার গানেই
হোক না সে বন্ধুর।

তোমার জন্য সঞ্চয় করি আশা
রজনীগন্ধা ভালোবাসা আর এক চিলতে বাসা।

তোমার দিব্যি করি আজও বিশ্বাস
তুমি আমার শ্বাস-প্রশ্বাস আমার সর্বনাশ,
আগুন জ্বালার স্বপ্ন দেখাও তুমি
সৃষ্টি আমার উঠুক হয়ে জীবনের চেয়ে দামী।

কন্ঠ: শ্রীকান্ত আচার্য
সুর: জয় সরকার