আমার চোখে জল

আমার চোখের জল
আমারই দু’চোখ বেয়ে,
ঐ সাগর পানে
শুধু বয়ে যায়।

শত ভালোবাসা নিয়েও কেন
তবু দূরে দূরে রয়।

এক ফোঁটা জল যদি
হাতে তুলে নিতে,
দেখতে তাতে বেদনার নীল
ধূসর মেঘে লেগে আছে।

চোখের জলে ছবি এঁকে
দিলাম কতবার,
চোখটি তুলে তুমি তাকে
দেখনিতো একবার।

কেন তুমি দূরে সরে রও,
কেন তুমি দূরে দূরে রও।

কন্ঠ ও সুর: বাপ্পা মজুমদার