যেখানেই থাক

যেখানেই থাকো ভালো থাকো তুমি
সুখেই থাকো,
পুরানো দিনের কথা ভেবে,
ভুল করো নাকো।

কবে কোন ফুল দিয়েছি তোমায়,
কখন শুকিয়ে গেছে সে হাওয়ায়।
তাকে কেন আর বইয়ের পাতায়
পুরে রাখো?

ভালোবেসে ছিলে আজও যদি থাকে
ভালোবাসা,
কিসেরই বা দূর কিসেরই বা বলো
কাছে আসা।

মনে যে ফাগুন ছিল আগেকার,
আগুন কবে তো নিভে গেছে তার।
ম্লান হয়ে যাওয়া রঙে কেন আজ
ছবি আঁকো?

কন্ঠ ও সুর: পঙ্কজ উদাস