যদি আরেকটু সময় পেতাম

যদি আরেকটু সময় পেতাম
কথা রাখবার, পাশে থাকবার,
কারণে বা অকারণে
নাম ধরে কাছে ডাকবার,
আরেকটু রঙে যদি
হৃদয়কে রাঙিয়ে যেতাম।

আরো গান দিয়ে যদি
অবসরগুলো ভরাতাম,
প্রাণভরা আরো খুশি
মুঠোমুঠো যদি ছড়াতাম,
আরো কিছু আশা দিয়ে
জীবনকে জাগিয়ে যেতাম।

যদি আরেকটু সময় পেতাম
ভালোবাসার, সুখে ভাসবার,
চোখেরও দুয়ার দিয়ে,
মনের গহনে আসবার,
পাথর ভাঙা সে পথে
কাঁটার বাঁধাকে সরাতাম।

পাথর ভাঙা সে পথে
কাঁটার বাঁধাকে সরাতাম,
পায়ে পায়ে আরো যদি
চলার নেশাটা ধরাতাম,
প্রাণে প্রাণে আরেকটু
দোলা যদি লাগিয়ে যেতাম।

কন্ঠ ও সুর: পঙ্কজ উদাস