খোদা তোমায়

খোদা তোমায় ডাকবো যখন
মন দুনিয়াটা বড় অচিন তখন,
আইব না দিন যাইব এমন
শুধু হাসি খেলায় কাটবনা সাধের জনম।

আঁড়াই গজের কাপড় মুইরা
রওনা হইব কান্ধে কইরা,
মুসুল্লিরা পইড়া দোয়াগো
শুয়াই দিবো অন্ধকার ঘরে।

কোরান বানী স্মরণ কইরা
ঈমানটারে শক্ত করো,
রাসুল পথের পথিক হইয়াগো
আখেরাতের পথ তুমি ধরো।

কন্ঠ: সাইদ হাসান টিপু
কথা: সাইদ হাসান টিপু, সোহেল আলম চৌধুরী