সূর্য তুমি নিওনা

সূর্য তুমি নিওনা বিদায়
সন্ধ্যাতারার আহ্বানে,
মেঘ কাঁদবে একা হয়ে
শুধু বরষা দিয়ে, বরষা দিয়ে।

তোমার প্রভাত পরশে যদি
স্মৃতির ভোরে দেখি স্বর্নালী রোদ,
তবে কি তুমি ঢাকবে আকাশ
বিষাদ ঘেরা আবেশ দিয়ে?

আঁধার তুমি দিওনা সাড়া
অস্ত রাঙা আভাস পেয়ে,
অরণ্য যে গভীর হবে
সবুজ তাই হারাবে বলে।

কন্ঠ: সাইদ হাসান টিপু