পত্র – ১৫

শ্যামবাজার, কলিকাতা

অরুণ,

আমি এখনও এখানেই আছি। অথচ ‘আমি কেমন আছি’ এই খবরটা নেবার যে তোর দরকার হয় না, এইটাই আমাকে বিস্মিত করেছে। যদিও বুঝি যে এর পেছনে রয়েছে তোর [Duty]-র প্রতিকূলতা। (তোর কোনো অসুখ হয়নি তো?) তাই ঔদাসীন্যকে সহজেই ক্ষমা করা যায়।

যাই হোক, কাল (২২/১২/৪৩) তুই তোর [Duty] ৩টেয় শেষ করে অন্যান্য কাজ আধ ঘন্টায় সেরে ৪টের মধ্যে এখানে আসবি বাসে চেপে। সঙ্গে [Govt. Art School-এ Exhibition] দেখতে যাবার মতো গাড়িভাড়াও আনিস। তোর অসুখ না হয়ে থাকলে আশা করি আমার এ-অনুরোধ পালিত হবে।

সুকান্ত

২১/১২/৪৩