মাছি

মন ফুর্‌ফুর্‌ ফুর্তি নাচে-
একটুখানি যাই-না কাছে।
যাই যাই যাই- বাপ্ রে এ কি ধাঁধা!
ও দাদাভাই, রক্ষে কর!
ফাঁদ পাতা এ কেমনতরো!
আটকা পড়ে, হাত-পা হ’ল বাঁধা।

দুষ্ট্রলোকের মিষ্টি কথায়
নাচলে লোকের স্বস্তি কোথায়?
এমনি দশাই তার কপালে লেখে।
কথার পাকে মানুষ মেরে
মাকড়জীবী ঐ যে ফেরে
গড় করি তায় অনেক তফাত থেকে।।