হিরন্ময়, তুমি নীরার মুখোমুখি দাঁড়িয়ে না,
আমি পছন্দ করি না
পাশে দাঁড়িয়ে না, আমি পছন্দ করি না।
তুমি নীরার ছায়াকে আদর করো।
হিরণ্ময়, তোমার দিব্য বিভা নেই, জামায় একটা
বোতাম নেই, ছুরিতে হাতল নেই,
শরীরে এত ঘাম, রক্তে এত হর্ষ,
চোখে অস্থিরতা
এ কোন্ ঘাতকের বেশে তুমি দাঁড়িয়েছে?
ঘাতক হওয়া তোমাকে মানায় না
তুমি বরং প্রেমিক হও
সামনে দাঁড়িয়ো না, পাশে এসো না
তুমি নীরার ছায়ায় মুখ চুম্বন করো।