ছোটখাটো ঘুম ছড়িয়ে রয়েছে এখানে ওখানে নদীর কিনারে, বনে
ভোরের আলোর লূতাতন্তুর টুকরো টুকরো চাদর
যে-ছন্নছাড়া সময় উড়েছে, বারুদ পুড়েছে সমগ্র যৌবনে
একবার তার নিতে সাধ হয় নির্জনতার আদর।
মনে পড়ে যায় কথা দেওয়া আছে বানভাসি গ্রাম ভাঙা দেউলের কাছে
ফের দেখা হবে, পৃথিবী ঘুরছে, আমিও ফিরবো আবার
চাঁদ উড়ে যায় চৈত্রের ঝড়ে, চোখ ঝলসায় অহংকারের আঁচে
মুঠোয় বাতাস, এত সহজেই পেয়েছি যা ছিল পাবার!
[এই কবিতাটি ১৯৮৫ সালে প্রকাশিত ‘সাদা পৃষ্ঠা, তোমার সঙ্গে (১৯৮৫)’ বই-র ৩৭ নং কবিতা হিসেবে প্রকাশিত হয়েছে। তবে সেখানে বাক্য গঠনে ভিন্নতা রয়েছে]