ফিরে এসো

পবিত্রতা, বেড়াতে গিয়েছে তুমি
কোন্ দূর নির্বাসনে,
কার হাত ধরে?
হে হিম নিশীথ, হে জ্যোৎস্না
তুমি এমন নিথর কেন
এখনো বোঝোনি?
হে প্রেম, হে মৃত স্বদেশের ছায়া
হে শূন্য দেয়াল
বাতাস কুড়িয়ে নেয় স্মৃতি-রেণু অন্যমন ধুলো…
পবিত্রতা, বেড়াতে গিয়েছো তুমি
কোন্ দূর নির্বাসনে
কার হাত ধরে?

ফিরে এসো
স্বর্গ-নগরীর চাবি
নিয়ে ফিরে এসো।