যে যেমন সুখ পায়

যে যেমন সুখ পায় পাক না ক্ষতি কী
কেউ হো হো করে হাসে, কেউ দ্বেষে জ্বলে ধিকিধিক
কেউ মঞ্চ পেয়ে গেলে কারুকে ছাড়ে না
কেউ ভষ্মে ঘি ঢালছে, দু’পকেট ভর্তি ধার দেনা।

মুখ নেই, নৈর্ব্যক্তিক? কেউ কেউ কে কে?
জীবন উজিয়ে চলে পাথরের চিহ্ন দেখে দেখে
এ এমন স্রোত যার বিপরীত গতি
যে-প্রণয়ে ঘুণ ধরা, সেখানেও ঊরুতে সম্মতি।

দুঃখের মুহূর্তগুলি মুহূর্তের ভুল
স্রোতে ভেসে যায় মুখ, মুখগুলি স্রোতে ভাসা ফুল!