কয়েক মুহূর্তে

কোনো দ্বিধা নেই আমি অসম্ভব ভালোবাসা এইমাত্ৰ তোমার চিবুকে
রেখে এলুম ১১টা ১০ এ চোখ ঘুমে যদি অতনা জড়াতো
পৃথিবীর সব দরজা খুলে আমি অসম্ভব শব্দশুনে অসম্ভব ধবল মিনার
প্রতিনিধি রেখে তুচ্ছ এক যৌবনের পুণ্যফলে
তোমার দ্বিধার মধ্যে চলে যেতাম ভয় নেই ১০৮ চুম্বনের দাগ
থাকবে না সকালে ওই বুকের ভিতরে মণিচুরি যায়নি
বুক শুধু মুখের গরমে
কিছুক্ষণ ডুবেছিল যোনির ভিতরে জিভ লবণের স্বাদ ছাড়া আর
কিছুই আনেনি তবু অসম্ভব ভালোবাসাবাসি হোল অসম্ভব
এই নিয়ে তোমাকে আমার
একুশটা পুর্নজন্ম দেওয়া হোল এত মৃত্যু মানুষেরও জানা ছিল।