মুক্তি

একজন মানুষ মুক্তিফল আনতে গিয়েছিল,
সে বলেছিল, আমি ফিরে আসবো
প্ৰতীক্ষায় থেকো।
জানি না সে কোথায় গেছে
কোন্‌ হিম নিঃসঙ্গ অরণ্যে
বা কোন্‌ নীলিমাভুক পাহাড় চূড়ায়
জানি না তার সামনে কত দুস্তর বাধা
জানি না সে সংগ্ৰাম করছে কোন্‌
অসহনীয়ের সঙ্গে।
সে মুক্তিফল আনবে বলেছিল
সে বলেছিল প্ৰতীক্ষায় থাকতে
আমি দ্বাদশ বৎসর থাকবো তার জন্য পথ চেয়ে
তার পরেও সে না ফিরলে
আমাকে যেতে হবে…

আমিও না ফিরলে যাবে আমার সন্তান-সন্ততিরা।