সারা দুনিয়ায়

সারা দুনিয়ায় এক দুৰ্নিবার চ্যাঁচামেচি, কেড়ে নিতে হবে!
হবেই তো!
যে না নেবে, তার মৃত্যু গাছের ডগায়!

সারা দুনিয়ায় আজ অবিশ্রাস্ত হুড়োহুড়ি। কাল যেন শেষ
তার চিহ্ন,
সূৰ্য্যস্তের লাল আভা, পাশে পোড়া ছাই!

সারা দুনিয়ায় আজ লজ্জাহীন রেষারেষি, কে পাবে অগ্রিম
হাত খোলা,
যে-হাত দেয় না কিছু, শুধু সব নেবে!

সারা দুনিয়ায় আজ সার্থকতা- মৃত্যুপণ, তারই নাম সুখ
দেখা যায়
নদীর অপর তীরে তার অন্য ভাই বসে আছে!

সকলেই যা চেয়েছে, ধরা যাক একদিন তাই পেয়ে গেল
তবু দেখো,
কবিতা লেখার জন্য ক ‘জন মানুষ শুধু,
কিছুই চাইবে না!