সবচেয়ে সেই মধুর শব্দ

সবচেয়ে সেই মধুর শব্দ
আবার দেখা হবে!
হোক না হোক, ঘুরতে ঘুরতে
যে যেখানেই যাই না।
মরুর দেশে পুড়তে থাকি
মেরুর দেশে লীন
বুকের মধ্যে ছলকে ওঠে
আবার দেখা হবে!

বকুল গাছে ঠিকানা লেখা
পাখির ঠোঁটে চিঠি
রাস্তাগুলো রজ্জু হয়ে
মারল হ্যাঁচকা টান
হলুদ বাড়ির লীন বালিকা
ভালোবাসল জল
ভালোবেসেছে জলের গান
গ্রাম্য ওফেলিয়া।

গড়িয়ে গেল কানাকড়ির
মতন একটি দিন
আর একটি দিন ঘোড়সওয়ার
ভিখারিদের রাজা
কত রকম খেলার সাজ
ছড়িয়ে থাকে ধুলোয়
জীবন ভোর প্রতিধ্বনি
আবার দেখা হবে!