চোখে চোখে রাত্রি হলো

চোখে তোমার রাত্রি এখন
সে আবেগে যেন আজ যাত্রী এ মন
রয়েছ পাশে সঙ্গী এখন
দিয়েছ এসে চোখের কথন।

চোখে চোখে রাত্রি হলো
অপলকে আমার হয়ে চলো এবার
হারাই অজানায়।
দিশেহারা এলোমেলো
বাতাস আমি শীতল অগোছালো
ছুঁয়ে যাব তোমায়।

প্রেমটুকু কৌতূহলে
নিজেকে ভুলে হব এক আঁধার
রাতকে নিয়ে দু’জনে
সঙ্গী হব এবার
মনে আশা বলে যাব
ভালোবাসা দিলে নেব
রাতকে স্বপ্ন ভাবো

চোখে চোখে বলে দেব
তোমাতে যে প্রেম কত
গোপন এ কথা মধুরতা
হবে না রবে না আজানা
তোমাতে জীবন্ত
চোখে চোখে।

কন্ঠ, সুর ও সঙ্গীতঃ হাবিব ওয়াহিদ