একাকী প্রহর

মায়াবী এ রাতে ঘুমিয়ে আছে সবাই
জোনাকীরা জেগে আলো বিলিয়ে যায়,
একাকী এ প্রহর যেন নিশ্চুপ নীরবতায়
চেনা কন্ঠ ঐ দূরে ভেসে যে যায়।

অবিরত আহবান, কি নেশা সেই সুরে
অনুভূতি এই আমার, হৃদয়ের মোহনায়,
নিয়ে চলেছে, অচিন এক প্রান্তরে
আঁধারের ডাক শুনি, অজানার হাতছানি।

ক্ষত গভীরে, নিবিড়ে,
তাঁরার মেলায় খুঁজে আমি, তোমায় পেয়েছি
অন্ধ কি যে মোহে আমি ছুঁটে চলেছি,
কষ্ট যত ছিল নিরবে তা সয়েছি
পথের শত বাঁধা পেরিয়ে।

একাকী এ প্রহর, যেন নিঃশ্চুপ নীরবতায়।

অন্য ভুবনে, শুধু দু’জনায় এই নিরালায়
তোমারই দুচোখে কিসেরও মায়া
নীরবে তবু এ হৃদয়,
যেন কিসেরও আশায়।

কন্ঠ: হাসান
কথা: আহ্সান
সুর: পঞ্চম
(বিঃদ্রঃ গানটির মূল গীতিকার সম্পর্কে সঠিক কোন তথ্য সংগ্রহ করা সম্ভব হয় নি।)