তারে ভাবলে কি আর

তারে ভাবলে কি আর জুড়ায় রে প্রাণ
না দেখলে নয়নে রে বন্ধু
কর রে বন্ধু যা লয়
যা লয় তোমার মনে।

ঘরে ঘরে প্রেম বিলাইলাম
যাচিয়া যাচিয়া
আমায় সুজন রাখলে শুধু
জ্বালাইয়া পুড়াইয়া রে বন্ধু।

সৈয়দ শাহ্‌ নূর-এ কান্দে
চাড়াল পাড়ায় বইয়া
নাইওরো করিতেরে মানা
সুন্দরের লাগিয়া রে বন্ধু।

তুমি ভিন্ন আমি ভিন্ন
করিলা সৃজন
আমার বলতে কি ধন আছে
রাখতাম তোমার মন রে বন্ধু।

কন্ঠঃ মিলন মাহমুদ
কথা ও সুরঃ সৈয়দ শাহ্ নূর