বড় একাকী

তোমার চুলে গেঁথে দিলাম
জ্যোৎস্না ফুলের মালা,
এবার তোমার অমানিশায়
পথ দেখানোর পালা।

ধ্রুবতারা তোমাকে দূর আকাশে রাখি
পথহারা এ আমি শুধু তোমাকে ডাকি,
ভালোবাসা ডেকেছে মন ছুঁয়েছ নাকি
জেনেরেখো তুমিহীনা আমি বড় একাকী।

তুমি ভাসো পদ্মপাতায়
জীবন নদীর জলে,
আমি তখন ছন্নছাড়া
মেঘ বিষাদের দলে।

মেঘের গায়ে কাজলে আঁকি
তোমার রঙিন স্মৃতি,
নিঝুম রাতে তুমি আমার
জোনাকি জ্বলা বাতি।

বৃষ্টি কণা কপোলে তোমার
ঝরে যখন পড়ে,
একাকী আমি উদাসী ভীষণ
তোমাকে মনে করে।

আলো আঁধারি রাতে তুমি
জ্যোৎস্না ছুঁয়েছ নাকি,
জানোনি শুধু সেই আলোতে
আমি লুটিয়ে থাকি।

কন্ঠ: সাইদ হাসান টিপু