হৃদয়ের ক্যানভাসে

ইচ্ছে করেই তুমি স্বপ্নটা বুকে নিয়ে
আনমনে একা ছবি আঁকলে,
ইচ্ছে করেই তুমি দূরে থেকে কাছে এসে
কিছুদিন কাছাকাছি থাকলে।

অভিমানী কিছু ক্ষণে বিছানার এক কোণে
মেঘ ঢাকা চোখে তুমি কাঁদলে,
ভালোবাসা ভেবে তুমি আমাকেই কাছে নিয়ে
ভালো করে ছুঁয়ে তুমি দেখলে।

রৌদ্রের রঙ মুছে গোধূলীর রঙ দিয়ে
বাঁধনের ছবি তুমি আঁকলে,
হৃদয়ের পেছনেতে কামনায় দুই চোখে
লজ্জার মুখ খুলে রাখলে।

পিছু ফিরে চেয়ে দেখা ছিঁড়ে যাওয়া ভালোবাসা
মন ভাঙ্গে বারেবারে এসে,
বহুপথে হেটে আসা পুরোনো এ ভালোবাসা
ইচ্ছে করেই কাছে আসে।

নেশা নেশা দুই চোখে ভালোলাগা সন্ধানে
অসময়ে একা তুমি জাগলে,
চুপি চুপি প্রতিরাতে টেলিফোনে সংলাপে
কতবার আদরেতে ডাকলে।

রাত্রির ঘুম ভাঙ্গে সূর্যের হাত ধরে
এলোমেলো ভাবনার সাথে,
জীবনের পথ ঘুরে ভাঙ্গা মনে চোখ জুঁড়ে
ইচ্ছে করেই কাছে আসে।

অসময়ে চিন্তাতে ছলনার মন্ত্রতে
চিঠিগুলো সব ছিঁড়ে ফেললে,
ব্যাথা পেয়ে এই আমি কেমন আছি তাই তুমি
কাছে এসে ছুঁয়ে তুমি দেখলে।

কবিতার বইখুলে ডায়রির পাতা জুড়ে
আমাকেই তবু তুমি খুঁজলে,
জীবনেতে রঙ মেখে অগোছালো ছবি এঁকে
একা একা দূরে বসে কাঁদলে।

কন্ঠ ও সুর: পার্থ বড়ুয়া