অনুভূতি

ছিঁড়ে যাওয়া অনুভূতি কেঁদে ফিরে
ভবঘুরে বিবাগী মনটা নিয়ে,
ছেঁড়া ভালোবাসা কাঁদে বিছানাতে
ভালোলাগা জেগেছে ক্লান্ত চোখে,
কল্পনা ছুঁটে চায় ক্লান্তির কাছে
কামনারা একাকী অপেক্ষাতে,
ধুলোপড়া ডায়রীর পাতাগুলো
নেচে ওঠে আবেগের স্মৃতিগুলো।

অনন্ত রাত্রিতে, ঘুমের চোখে, কথা বলে
ভালবাসাগুলো, কিছু প্রেমহারা, একা এই বুকে
ভেঙ্গে যায় বেদনার, ঘুনে ধরা ভাঙ্গা দরজা
মনে পড়ে জীবনের এই ক্লান্তিতে, ভালোলাগা।

দূরে থাকা স্মৃতিগুলো কাছে আসে
প্রতিরাতে সন্ধানী আবেগ কাঁদে,
অচল এই হৃদয়ের কষ্ট দেখে
অশান্ত আবেগের ঘুম দুচোখে,
উড়ে যাওয়া পথহারা পাখি বলে
কষ্টের রং কেন আঁকা নীলে?
ছিঁড়ে যাওয়া বোধগুলো কষ্টে ঢাকা
মনে হয় পৃথিবীর নেই তো চাওয়া।

ফেলে সব ছবি জ্বলে উঠে
জীবনের আবেগী কষ্ট দেখে,
ছিঁড়ে যাওয়া সব চিঠি কথা বলে
এই আমি বিবাগী একলা ঘরে।

কন্ঠ: পার্থ বড়ুয়া