আর একটা বছর

এখনো স্বর্ণ চাপার ডালে কুঁড়ি ধরেনি,
এখনো বাতাসে ঠাণ্ডা একটু লেগে আছে;
এখনো চড়ুইরা মন দিয়ে খড়কুটো জোগাড় করছে;
দেখতে দেখতে বাসা বানানোর দিন প্রায় এসে গেলো

শীতের শেষ, বসন্তের শুরু,
আর একটা বছর প্রায় যায় যায়।
হাওয়া দিক বদল করছে;
স্বর্ণ চাপার কুঁড়ি মনস্থির করতে পারছে না
ঠিক আর কয়দিন পরে ফুটবে,
এই রকম আরো দশ বিশ বছর
দু চারশো বছর আগে পরে
সবই ঠিকঠাক
শুধু আর একটা বছর প্রায় যায় যায়