আশ্বিনের বাতাস

দুর থেকে বাতাস আসছে,
সামান্য ঠাণ্ডা এবং অনেকখানি বেদনা জড়ান
আশ্বিনের দুর বাতাস;

সেই সঙ্গে কিছু সাদা, কিছু কালো
কিছু এলোমেলো মেঘ

কিছুটা সময় রোদের হাতে,
কিছুটা সময় বৃষ্টির হাতে,
আর অধিকাংশ সময়,

রোদ আর বৃষ্টি মেশানো
অনেকদিন অনেক কাল আগের
বেদনা ও ঠাণ্ডা জড়ানো-

বহু দূর থেকে ভেসে আসে
কবেকার আশ্বিনের বাতাস।