কাঠমাণ্ডুতে পুর্ণিমা

ওখানে ঐ পাহাড় চূড়ায়
একটি মাত্র পূর্ণশশী,

সঙ্গীহীন সারা সন্ধ্যা আস্তে আস্তে হেঁটে যাচ্ছে,
হঠাৎ করে চিরন্তনীর সঙ্গে তারো দেখা হবে।

এখানে এই পাহাড়তলী
ধন্য রাজার পুণ্য দেশ,
সঙ্গীহীন সারা সন্ধ্যা আস্তে আস্তে কেটে যাচ্ছে,
হঠাৎ আজ কবির সঙ্গে চিরন্তনীর দেখা হলো।

কেমন আছো, চিরন্তনী?
পাহাড়চূড়ায় পূর্ণশশী,
পাহাড় তলে শূন্য কবি।
ভালো আছো চিরন্তনী?