খুব খারাপ

দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ধরে গেল।
এদিকে আগুনের হলকা লাগছে শরীরে,
ছাই আর পোড়াগন্ধ ঘুরছে গনগনে হাওয়ায়,
এ ভাবে আর কতক্ষণ থাকা যায়?

কে যে আমাকে অপেক্ষা করতে বলেছিলো,
কার নির্দেশের জন্যে দাঁড়িয়ে আছি,
জাহাজের পোড়া ডেকের ওপরে ইতিহাসশিশুর মতো
কেউ কি আমাকে দাঁড়িয়ে থাকতে বলেছে,
কেউ কি আমাকে অপেক্ষা করতে বলেছে,
কেউ কি আমাকে নিষেধ করেছিলো চলে যেতে?

মাস্তুল ভেঙে পড়ছে,
পালে আগুন লেগেছে,
গনগন করছে আঁচ,
জাহাজ কাত হয়ে যাচ্ছে,
এ ভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে।
এবার কি সময় হয়নি,
এখনো কি জলে ঝাঁপ দেয়া খুব খারাপ হবে?