লিটিল ম্যাগাজিন

নৈহাটি থেকে যারা কবিতার কাগজ বার করে
আর নদীর ওপার ব্যাণ্ডেল থেকে
যারা কবিতার কাগজ বার করে
তারা রীতিমতো আলাদা।
এমন-কি হালিশহরের লিটিল ম্যাগাজিনে
যেরকম ছাপার অক্ষর দেখা যায়
কাঁচরাপাড়ার কাগজে তা দেখা যায় না।
সব চেয়ে দুর্ভাবনা এবং চিন্তার বিষয়
একই লোকেরা একেক কাগজে একেক রকম লেখে।
অবশ্য সেই জন্যে
নদীর এপারে ওপারে, রেললাইনের এপাশে ওপাশে
হাওয়ায় হাওয়ায় বাতাসে বাতাসে
সমীরণে সমীরণে বয়ে যায় কবিতা,
ভেসে আসে ধুলেভরা কলকাতায়।