শালুক দিদি

রাজপ্রাসাদের পাশের হ্রদে
একটি শালুক ফুটতে যাবে,
বললো তাকে পদ্মগোপাল,
‘শালুকদিদি কোথায় পাবে
তোমার সেই কৈশোরিকা,
ভুলভুবনের আষাঢ়মাস,
যখন পদ্ম ছিল তোমার
পদপ্রান্তে দাসানুদাস।
হঠাৎ কেন ফুটবে তবে
রাজপ্রাসাদের পাশের হ্রদে
যখন তুমি নিজেই জানো
আমি তোমায় পদে পদে
গড় করেছি, চুম খেয়েছি
তোমার পায়ের পাতায় পাতায়।’
শালুকদিদি হেসেই মরে,
‘তারপরেও যে দিন চলে যায়,
শরীরলতার সবুজ পাতায়
কুসুমজন্মে বারংবার
হ্রদের জলে ফুটতে হবে
সেইতো পোড়াকপাল আমার।’