সন্ধ্যাবেলার বারান্দাতে

আবার যদি সোনার ফ্রেমে
আবার সেই রানীর ছবি,
আবার যদি জন্ম হয়
তুই কি আমার সখী হবি।

তুই কি আমার অন্য জীবন
ভাতকাপড়ের বালাই শেষ,
কদমতলায় বকুলফুল
একটা জীবন এক নিমেষ।

গন্ধে ভ্রাণে সৌরভেতে
একটা জীবন পগারপার,
সন্ধ্যাবেলার বারান্দাতে
আমার তুই, তুই আমার।

গত জন্মে এই জন্মে
তুই কি কিছু ভেবেছিলি,
জীবনটা কি খোলামকুচি
আমের কুষি, পানের খিলি?

জীবনটা যায় যেমন তেমন
আরেক জন্ম সামনে এলো,
সেই জন্মে ছন্দ পদ্য
এই রকমই থাকবে খেলো

এই রকমই উঠবে রোদ
এই রকমই চাঁদের আলো,
এই রকমই মানুষজন
সবাই খারাপ, সবাই ভালো।

এই রকমই বাজারদর
একটু টান, একটু চড়া,
নুন আনতে পান্তা শেষ
তবুও দিন স্বপ্ন ভরা।

তাইতো যদি বলিস তুই
পরের জন্মে সখী হবি,
আরেক জীবন বাঁচতে পারে
তোর সেদিনের মূর্খ কবি।