সত্যি মকবুল?

শ্রাবণভাদ্রের ব্যাকুল মেঘমালা
কোথাও যাবে? নাকি,
শুধুই জল হয়ে শুধুই বৃষ্টিতে
অতল ঝিরিঝিরি,
অথবা আশ্বিনে আবার সাদা মেঘে
আকাশে নীলগিরি,
স্বচ্ছ নদীজলে ডিঙির সাদাপালে
আবার ফেরা বাকি।

বৃষ্টি শেষ হলে তবুও বৃষ্টিতে
মেঘেরা গলে গেলে,
লাবণভাদ্রের আবার মেঘদল
আকুল ব্যাকুলতা,
রজনীগন্ধার বিবশ ভিজে থাকা,
নিঝুম তরুলতা।
সহসা জ্যোৎস্নায় সহসা আশ্বিনে
আকাশ এলেবেলে।

আকাশ এলেবেলে রৌদ্রে কাশফুল
জ্যোৎস্না কাশফুল,
তোমার মনে আছে, সত্যি মনে আছে,
সত্যি মকবুল?