তপস্বী ও বিড়াল

নদীর ধারে বটগাছ,
বটগাছের নিচে মন্দির,
মন্দিরের ভাঙা বারান্দায় সন্ন্যাসী,
সন্ন্যাসীর আসনের পাশে মাথামোটা হুলো বিড়াল
বিড়াল তপস্বী নয়,

শুধুই বিড়াল, নিতান্ত নিরামিষাশী এক বিড়াল।

বহু যুগ আগে
অন্য এক সন্ন্যাসী
তাঁর ইদুরকে বিড়াল করেছিলেন,
বিড়ালকে কুকুর, কুকুরকে বাঘ।
কিন্তু এই সন্ন্যাসী সে-রকম নন,
কবে এক চঞ্চল বিড়ালছানা
মন্দিরের বারান্দায় উঠে এসেছিলো
তারপর সে বড় হলো,
মাথামোটা হুলোয় পরিণত হলো
কিন্তু এই সন্ন্যাসী সে-রকম নন,
সেই বিড়াল বিড়ালই রয়ে গেলো
তার কোনো পরিবর্তন হলো না।