দেখে যারে তুই

ওরে দেখে যারে তুই রাতের নিরবতা,
ওরে দেখে যারে তুই ব্যস্ত পূর্ণিমা,
শুধু পরে আছি আমি একা
জীবনের মাঝপথে আমকে দেখে যা।

নিস্তেজ হয়ে পরা দেহের শিরাগুলো
চিৎকার দিয়ে বলে আমাকে দেখে যা।

বিবর্ণ মন যেন বিশাদেরই ঠিকানা
দৃষ্টি যেন ছবিহীন কাফন সাদা,
তবু পুরোনো কোন কবিতার মাঝে
খুঁজে সে কম্পিত চেনা সেই প্রিয়ার আদর।

কাঙ্খিত প্রেম হয়েছে আজ যন্ত্রনা
স্বপ্নরাশি হয়েছে সব গৃহহারা,
মুগ্ধতাহীন বেদনারী বালুচর
বেঁচে থাকা হয়েছে আজ নির্বাসন।

কন্ঠ: জেমস
সুর: জুয়েল বাবু