বিভেদ

আমাদের কথা তাহারা বলত, তাহাদের কথা আমরা
যাহাদের কাজ আমরা করিনি, তাহারা করেনি, যাহারা
আমাদের নয়, তাহাদের নয়, আত্মীয় নয় কাহারও
যাহারা নিরত ইন্দ্রিয় সুখ চর্চায় খুব ব্যস্ত
যাহাদের কথা যাহারাই বলে যাহাদের নিয়ে যাহারা
যাহারা উড়ছে, যাহারা নামছে, যাহারা খেলছে বিশ্ব
সেই খেলাগুলাে তাহারা খেলে না, আমরা খেলতে জানি না
আমাদের পেটে ক্ষুধা, গােল কৃমি, বুকে ক্ষয় কাশ, হাঁপানি
তাহাদের পায়ে পচনের রােগ, ম্যালেরিয়া জ্বর, কুষ্ঠ
যাহাদের কোনও রােগ নেই কোনও শােক নেই মনে শরীরে
যাহাদের সাথে সাযুজ্য নেই বৈভব আর বিষয়ে
যাহারা বৃত্ত রচনা করেছে বৃত্তই খাবে যাহাকে
যাহারা যাহারা আগে বাড়ে বড় আগ-পাছ-তলা চিনেছি
আমরা তাহারা পৃথক হয়েছি যাহাদের থাবা সরিয়ে
আমাদের নেই, তাহাদের নেই, নেই কিছু নেই বিত্ত
না থাকে না থাক, আমরা তাহারা শুদ্ধতা নিয়ে তুষ্ট।