বিপরীত খেলা

সেদিন রমনায় দেখি একটা ছেলে মেয়ে কিনছে।
আমার খুব ইচ্ছে করে দশ-পাঁচ টাকায় ছেলে কিনতে
ছেলের কামানাে গাল, ধােয়া শার্ট, চুলে টেরি
পার্কের বেঞ্চে, বড় রাস্তায় ত্রিভঙ্গ দাঁড়িয়ে থাকা ছেলে-

ইচ্ছে করে ছেলের কলার টেনে রিকশায় ওঠাতে-
পেটে-ঘাড়ে কাতুকুতু দিয়ে হাসাব
ঘরে এনে হিলঅলা জুতােয়
বেধড়ক পিটিয়ে ছেড়ে দেব- যাশ্ শালা।

ছেলেরা কপালে স্যালােনপাস লাগিয়ে
ভােরের ফুটপাতে ঝিমােবে,
গা চুলকোবে, রোঁয়া-ওঠা কুকুর চেটে খাবে জংঘার ঘা থেকে
গড়িয়ে পড়া হরিদ্রাভ রস
দেখে মেয়েরা চুড়ি-ভাঙা শব্দে হেসে উঠবে রিন রিন

আমার খুব ছেলে কিনতে ইচ্ছে হয়
ডাশা ডাশা ছেলে, বুকে ঘন লােম-

ছেলে কিনে ছেলেকে আমূল তছনছ করে
কুঞ্চিত অণ্ডকোষে জোর লাথি কষে বলে উঠব- যাশ্ শালা।