বিশ্বাসের হাত

আমি ডানে না, বামে না। আমি আছি আমার মাটিতে।

ধর্ম নয়, কর্মযােগ্য মানুষের শৃঙ্খলিত ভিড় চাই
হত্যা নয়, সত্যান্বেষী মানুষের শুচিস্নিগ্ধ মুখ চাই।

আমার মাটিতে আমি মাটিযােগ্য শিল্পরীতি চাই।
আমার মাটিতে আমি মাটিযােগ্য রাজনীতি চাই।
ডানে না বামে না আমি, আমি আছি আমার মাটিতে।

অস্ত্র নয়, বস্ত্র চাই মানুষের উলঙ্গ শরীরে
ক্ষুধা নয়, সুধা চাই মানুষের বিশীর্ণ হৃদয়ে
বাদ্য নয়, খাদ্য চাই অভাবের মলিন কুটিরে

আমার মাটিতে আমি বাসযােগ্য ঘর চাই
আয়ুঅব্দি জীবনের নিশ্চয়তা চাই।
ভিক্ষা নয়, শিক্ষা চাই উপদ্রুত অনাথ জীবনে
দুঃস্থ নয়, সুস্থ শিশু চাই প্রতি নির্যাতিত ঘরে।

আমার মাটিতে আমি শােষকের রক্ত ঢেলে
সরাব বিষাদ,
পর্যাপ্ত রােদুরে তাই মেলেছি দু’হাত
এই হাতে পেতে চাই লক্ষকোটি বিশ্বাসের হাত।

(গ্রন্থঃ শিকড়ে বিপুল ক্ষুধা)