দূরত্ব ২

তােমার অসুখ হলে আমিও অসুস্থ হই।
গা থেকে জ্বরের ভাপ চোখে এসে
জ্বালা করে নামে জল।

তুমি চোখ বুজে থাকো, আমি
আমার গােপন জলে জলপট্টি দিই
গা থেকে জ্বরের ভাপ গায়ে এসে লাগে
আমিও অসুস্থ হই।

তুমি সুস্থ হয়ে ওঠো
ছুটে যাও গােল্লাছুট লােকালয়ে ভিড়ে
আমি কানামাছি, আমাকে ছোঁয় না কেউ।
দু’চোখে রুমাল বেঁধে পালিয়েছে সব
আমি কানামাছি
আমার অসুখ হলে তােমার সুস্থতা বাড়ে।

(গ্রন্থঃ নির্বাসিত বাহিরে অন্তরে)