দূরত্ব ৩

এত বেশি আমি নিকটে এসেছি তার
ছুঁতে পারে হাত, কোমরের গাঢ় বাঁক।
ছুঁতে পারে বুক, নিতম্ব অনায়াসে
এত বেশি তার নাগালে এসেছি আমি।

ঠোট বাড়ালেই চুম্বনে ভেজে ঠোঁট
মিঠে ঘ্রাণ আসে, নােনা স্বাদ পায় জিভ
শরীর আটকা পড়েছে ভিন্ন এক
শরীর-খাঁচায়। উঠতে বসতে দ্যাখাে
সেই শিকলের শব্দ শরীরে বাজে।

এত বেশি তার নাগালে এখন আমি
পা যদি বাড়ায়, লাথি পড়ে বুকে পিঠে
শক্ত বুননে খাঁচা নির্মাণ করে
ঘেয়ো কুকুরের ঘৃণার জীবন পুষি।

এত বেশি যার নিকটে এসেছি আমি
ছুঁয়েছে সে সব, শরীরের লােমকূপ
ছুঁয়েছে বৈধ নিয়মে রক্তস্রোত
আনাচ-কানাচ, সকল প্রশাখা শাখা
ছুঁয়েছে সে সব, কেবল দেখেনি ছুঁয়ে
দু’হাতে তুলে যে হৃদয় সেধেছিলাম।