গােল্লাছুট

চোখের দিকে তাকিয়েও কি
বোঝো না আমি চলে যাচ্ছি?
হাত গুটিয়ে নিচ্ছি জানাে
তবুও ভাবাে কিছু না কিছু
ছুতােনাতায় আগের মতাে
থেকেই যাব।

এই তাে ছিল আমার ঘর
দুয়াের জুড়ে দাঁড়িয়ে আছ,
ঘরে এখন উলটো হাওয়া
ঋতু ছাড়াই গােলাপ ফোটে,
হাঁটুঅব্দি জোয়ার জলে
বড়শি গেঁথে স্বপ্ন ধরাে।
ঘরে এখন নতুন হাওয়া
মদির চোখে সেই পুরনাে
তুমিই নাকি হাতড়ে ফেরাে
নতুন কোনও তীক্ষ তনু।

আলিঙ্গনে আঁকড়ে রেখে
কূটতর্ক যুক্তিকথা
যত শােনাও আমি কি ভাবাে
মিঠে কথায় চিড়ে ভেজাব?
কিছু না কিছু ছুতােনাতায়
আগের মতাে থেকেই যাব?

ভালবাসা কি শূন্যে ওড়ে
হাত বাড়িয়ে ধরতে বলাে?
নিজেকে সব অলীক থেকে
আলটপকা সরিয়ে নেব,
মানুষই তাে ভাঙতে পারে
একসময়ে যত্নে গড়া
ভালবাসার সাজানাে ঘর।

(গ্রন্থঃ নির্বাসিত বাহিরে অন্তরে)