গতকাল দুঃস্বপ্নের সাথে

গতকাল সন্ধ্যার পর বাংলা অ্যাকাডেমির মাঠে
দুঃস্বপ্নের সাথে দেখা হল।
দুঃস্বপ্ন বাদাম খাচ্ছিল, ইয়ারবক্সি নিয়ে ঠাট্টা করছিল
আমি দু’একটা বাদামের খােসা নিয়ে
ষােলােগুটি খেলতে খেলতে দুঃস্বপ্নের চোখের দিকে তাকালাম
দুঃস্বপ্নের চোখে গােধূলির ঘােলাটে রং

বাতাসে ধুনের গন্ধ কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে
আমার ওড়নায় জড়িয়ে গেল
আমার স্বপ্নাতুর চোখে তখন ধোঁয়াটে আকাশ
আকাশের কপালে এক লক্ষ চন্দনের টিপ।
দুঃস্বপ্ন একেবারে হঠাৎ কারুকে তােয়াক্কা না করে
দু’হাতে আমাকে জড়িয়ে-পেঁচিয়ে
গুনে গুনে উনচল্লিশটা চুমু খেল।

চমৎকার হাওয়ায় দুঃস্বপ্নের চুল উড়ছিল
শার্টের বােতাম ছিল খােলা
চাদের জলে ভিজে ভিজে মধ্যরাত পার করে বাড়ি এলাম।
সারাপথ ভালবাসার কথা বলতে বলতে
দুঃস্বপ্নও সঙ্গে এল

দুঃস্বপ্ন নির্লজ্জ খুব
রাত তাে গেলই, সারাটা দিন গেল
তবু একবারও যাবার নাম করে না।

(গ্রন্থঃ নির্বাসিত বাহিরে অন্তরে)