হা হতােস্মি!

অন্ধের মতাে হাতড়ে ফিরছি
শূন্যতা ছাড়া কিছুই ঠেকে না।
তুমি এসে পাশে দাড়িয়েছ কবে
ঘ্রাণ টের পাই, দক্ষিণে নাকি
উত্তরে তুমি—হাতড়ে ফিরছি।
ক্রমাগত এই অথই নদীতে
সাঁতরে সাঁতরে ডিঙি টের পাই
উত্তাল স্রোত আমাকে ভাসায়
প্রাণপণে চাই আশ্রয় ছুঁতে।
নিশব্দে তুমি উজানের ঢেউ
জীবনের জলে কানামাছি খেলাে।

খেলাধুলা ভাল রপ্ত করেছ,
সকলেই পারে। আমিই অন্ধ
দৌড়ে জীবনে ছুঁতে পারি নাই
একবার কোনও সুখের দেয়াল।

(গ্রন্থঃ নির্বাসিত বাহিরে অন্তরে)