হাওয়া, ও হাওয়া

হাওয়া কেন খাবে না গন্দম?
হাওয়ার কি হাত ছিল না বাড়াবার
আঙুল ছিল না মুঠো করবার
হাওয়ার কি পেট ছিল না খিদে লাগবার
জিভ ছিল না তৃষ্ণার,
মন ছিল না ভালবাসবার?

তবে হাওয়া কেন খাবে না গন্দম!

হাওয়া কেন কেবল সংবরণ করবে ইচ্ছে,
সংযত করবে পদক্ষেপ?
দমন করবে তৃষ্ণা?
হাওয়ার কী এত দায় পড়েছে
আদমকে সুখের উদ্যানে জীবনভর ঘােরাবার?

হাওয়া গন্দম খেয়েছে বলে আকাশ ও মাটি
খেয়েছে বলেই চন্দ্র, সূর্য, নদী ও সমুদ্র।
খেয়েছে বলেই বৃক্ষ, তরুলতা
হাওয়া গন্দম খেয়েছে বলে সুখ, খেয়েছে বলেই সুখ,
সুখ, সুখ-
গন্দম খেয়ে হাওয়া পৃথিবীকে স্বর্গ করেছে।

হাওয়া, তুমি গন্দম পেলে কখনও না খেয়ে থেকো না।