জলজিয়ন্ত

যে তুমি বর্ষাতি নিয়ে নামাে অগাধ বর্ষায়,
তুমি আর কতটা দেখেছ তবে বর্ষণের রূপ
অবগাহন ব্যতীত কতটুকু চেনা যায় সমুদ্রের অতল বৈভব
নােনা স্বাদ, যাবতীয় জোয়ার-স্বভাব?

যে তুমি আড়ালে থাকো,
সভ্যতার ঝুলকালি থেকে সযত্নে সরিয়ে রাখ নিপাট জীবন
মানুষের স্থাপত্য ও দর্শনের কতটুকু বােঝাে তুমি
শিকড় প্রােথিত ছাড়া কত আর চেনা যায় মৃত্তিকার সজল সংসার?

আমার বর্ষার জলে
শরীরে বর্ষাতি নিয়ে অনার্য পুরুষ তুমি
চতুর ডুবুরি হও, যত হও জলজ শরীর
এতটুকু তবু তােমাকে ছোঁবে না জল।

আমাতে প্রােথিত হও, সঠিক নিমগ্ন হও
বিবর্ণ খােলস খুলে ফেলে
আমার আগুনে আজ শরীর তাপাও।

(গ্রন্থঃ নির্বাসিত বাহিরে অন্তরে)