নারী ১১

পাড়াতুতাে মামা বলে, মেয়ে তুমি স্বর্গে যেতে চাও?
অবুঝ কিশােরী মেয়ে উচ্ছ্বসিত নৃত্য করে শুনে
চাদনি আকাশে রাতে ডানা মেলে হাওয়ায় বেড়াবে
সুদূর স্বপ্নের দেশে হারাবার ইচ্ছা জাগে মনে।

এভাবে ভুলিয়ে তারা কিশােরীকে ঘরছাড়া করে
বিদেশে পাচার হয় বাণিজ্যের পণ্যদ্রব্য মেয়ে।
কোথায় স্বপ্নের দেশ, হুরপরী, সুখের সুবাস?
ফিরে যাব ফিরে যাব বলে কাঁদে ক্ষমা ভিক্ষা চেয়ে।

আর্তনাদ শুনে হাসে ভিন্ন এক ইটের নিসর্গ
ওখানে চাহিদা ভাল রমণীয় বাঙালি কন্যার
অচেনা বিদেশে কাঁদে অসহায় আমাদের নারী
দুর্যোগের রাত্রি এসে স্বপ্নময় স্বর্গ ভাঙে তার।

(গ্রন্থঃ শিকড়ে বিপুল ক্ষুধা)