নারী ৩

মেয়েটার বাপ নেই, জমিজমা কিছু নেই, কোমল বয়স
গ্রামজুড়ে কথা ওঠে, মায়ে তাকে খুঁটি দেবে পুরনাে ঘরের
কেউ তাে নেয় না মেয়ে, বাঁশির বাদকও শুনি যৌতুকের বশ,
কে তবে কোথায় আছে? ভীমরতি বুড়াে পরে পােশাক বরের।

বুড়াের হাঁপানি রােগ, চারটা সতিন ঘরে ঠ্যাং মেলে শােয়
আকুল নয়নে মেয়ে চারপাশে খোঁজে শুধু বাঁচার আশ্রয়
কোথায় বাসর ঘর, ভেঙেচুরে স্বপ্ন সব ছত্রখান হয়
নিয়তির কাছে হেরে এইভাবে হল তার যৌবনের ক্ষয়।

(গ্রন্থঃ শিকড়ে বিপুল ক্ষুধা)