নারী ৪

অনেক বলেছে নারী, তাবিজ কবজ করে ফিরাতে চেয়েছে
তবু তাে ফেরে না স্বামী, একেতে মেটে না শখ, বিচিত্র স্বভাব
কোথায় মােহিনী মায়া কী জানি কেমন করে কী সুখ পেয়েছে
একেতে মেটে না শখ, বিপুল আমােদে নাচে বিলাসী নবাব।

একাকিনী ঘরে নারী চোখের জলের নদী বয়ে ভীষণ
মাজারে পয়সা ঢালে পিরের মুরিদ হয় দুনিয়া বিমুখ
বুকের ভেতরে তার কষ্টের পাহাড় জমে, ছেঁড়াখোঁড়া মন
বানানাে বিশ্বাস নিয়ে বিকৃত স্নায়ুরা চায় দেখানিয়া সুখ।
পিরকে হাদিয়া দিয়ে, মাজারে সেজদা দিয়ে উদাসীন নারী
একালে সুখের ঘর কপালে জোটেনি বলে পরকাল খোঁজে
খােদা ও নামাজে ডুবে দিতে চায় জীবনের হাহাকার পাড়ি
বিস্বাদ জীবনে নারী অলৌকিক স্বপ্ন নিয়ে চক্ষু দুটি বােজে।

(গ্রন্থঃ শিকড়ে বিপুল ক্ষুধা)