নারী ৬

কাঁখের কলস ফেলে রূপসি রমণী হয় ক্যাবারে ডান্সার
বাঁকানাে দেহের ভাঁজে অশ্লীল ইশারা থাকে উন্মত্ত নারীর
ফুরিয়েছে চাল ঘরে, ভাবছে দেহের ভাড়া এ মাসে বাড়াবে
নেশাখাের পুরুষেরা চোখের ইঙ্গিত দেয় নিকটে আসার

যাত্রার উদ্বাহু নৃত্য ছেড়ে নগ্নপ্রায় নারী লাখপতি ঘাটে
এখন বাজার ভাল, যতটুকু পারা যায় করবে সম্বল
সকলে হাতিয়ে নেয় সুবিধা সম্ভোগ যত মুখােশের নীচে
নারীর মুখােশ নেই, লােকে তাকে পাপ বলে পৃথিবীর হাটে।
রূপালি পর্দার লোভ পুষছে যতনে খুব, মগ্ন নিরন্তর
ধাপে ধাপে ঊর্ধ্বে ওঠে, আসলে পাতালে নামে প্রগাঢ় বিষাদ

শিল্পের সুনাম ভেঙে পতিত জমিনে গড়ে সুরম্য নরক
কালাে হাত দূরে থাকে, নিয়ন্ত্রণ তার কাছে, ভাঙে সব ঘর।

কাঁখের কলস ভাঙে, নারীকে দেখিয়ে দেয় আঁধারের পথ
কালাে হাত আছে এক, লােমশ নৃশংস হাত কলকাঠি নাড়ে
বিপুল ধ্বংসের ধস তৃতীয় বিশ্বের কাঁধে ভাঙছে ক্রমশ
ভাঙছে স্বপ্নের ঘর, সুবর্ণ কঙ্কন আর সােনালিমা নথ।