নারী ৭

বাপের ক্যান্সার রােগ, মরণ দুয়ারে এসে দাড়ায়ে রয়েছে
ফিরায়ে নিয়েছে চোখ, গুটায়ে রেখেছে হাত পরম স্বজন
রােজগারি ছেলে নেই, কিচিমিচি ভাইবােন দু’বেলা উপােস
চাকরির খোঁজে নারী মধ্যাহ্নের পথে রাখে কোমল চরণ।

এত বড় রাজধানী, অপিস দালানগুলাে আকাশকে ছোঁয়
নগরের মাটি চষে প্রয়ােজনে নারী কোনও পেল না ফসল
কোথাও ভরসা দিলে বিনিময়ে সরাসরি পেতে চায় দেহ
দ্বিপদী জীবের ভিড়, কোথাও মানুষ নেই, সকলে অচল।

শরীরের ঘ্রাণ পেলে শিয়াল-শকুনগুলাে নখর বসায়
উপােসের আয়ু বাড়ে, অভাবের বানে ভাসে সুফলা সংসার
খড়কুটো আঁকড়ায়ে জীবন বাঁচাল নারী উজানের জলে
দাঁড়াবার মাটি নেই, তুমুল তুফানে নদী ভাঙে দুই পার।

(গ্রন্থঃ শিকড়ে বিপুল ক্ষুধা)