নিঝুম দ্বীপ

নিঝুম দ্বীপে ফুল ফোটে না?
বকুল জবা সূর্যমুখী
যা হােক কিছু। মল্লিকা কি
একেবারে না? নিঝুম দ্বীপে
ভাের হয় তাে! দোয়েল যদি
না আসে থাক, মাছরাঙা তাে
মাঝে মধ্যে বাবলাগাছে
একটিবার এসেও বসে।
ওতেই হবে।

নিঝুম দ্বীপে হাওয়া বয় তাে!
নােনতা হাওয়া! চুল উড়িয়ে
ছন্নছাড়া নিসঙ্গতা
দু’এক কলি রামপ্রসাদী
কণ্ঠে নিয়ে অন্য মনে
সূর্য ডােবা দেখতে পারি।
নিঝুম দ্বীপে সূর্য ডােবে?

নিঝুম দ্বীপে বাজনা বাজে?
ভেতর ঘরে উলুধ্বনির
শব্দ আসে সন্ধেবেলা?
দু’কূলব্যাপী অথই জল
নিঝুম দ্বীপে বর্ষা নামে?
ঘুম জড়ানাে দুপুর রােদে
একলা কোনও কোকিল ডাকে?

নিঝুম দ্বীপে জলের বেড়া।
জল ডিঙিয়ে দস্যু ছাড়া
কে আর আসে তেপান্তরে?
চিরটাকাল মানুষ হয়ে
পড়ে রইলে। এবার তুমি
আমার ঘরে এই শ্রাবণে
দস্যু হবে?

(গ্রন্থঃ নির্বাসিত বাহিরে অন্তরে)